• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রামুতে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত



    হামিদুল হক,রামু:-  কক্সবাজারে জেলার রামুতে কক্সবাজার ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত রশিদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির অাহমদের ছেলে বলে জানা যায়।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ
    ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)উদ্ধার করা হয়েছে।

    কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা, মোটর সাইকেল, এলজিসহ তার মরদেহ উদ্ধার করা হয়।


    প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০