• সর্বশেষ আপডেট

    ক্ষুদ্র কৃষক কামাল মিয়ার পাকা ধান কেটে দিল মুক্তিযুদ্ধ মঞ্চ।



    হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে দিনব্যাপি কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।  শনিবার (২৫ এপ্রিল) দুপর  থেকে  শনির হাওরে  সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট ভাই এবং সুনামগন্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বিশ্বজিত চৌধুরী রাজীব এর নির্দেশনায়  কৃষকের পাকা ধান কাটার কার্যক্রম শুরু করেছে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ  বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট হওয়ায় তাহিরপুর উপজেলার নয়নগর গ্রামের দরিদ্র কৃষক কামাল মিয়ার ২ বিঘা পাকা জমির ধান কাটতে সমস্যা হচ্ছিল। খবর পেয়ে তাহিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা  কেটে দিয়েছেন।

    ধান কাটা কর্মসূচিতে অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক, লুৎফর রহমান সোহাগ।অন্যনরা হলেন, অপু, মনোয়ার, স্বাধীন,আরিফ,মান্না,সাকিব,উত্তম,মারুফ, বাইতুল,সজীব, রানা,ফুল মিয়া, প্রমুখ।

    প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০