• সর্বশেষ আপডেট

    রাজশাহীতে জেলা ছাএলীগের উদ্যোগে মানবতার বাজার


    রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর নির্দেশক্রমে রাজশাহী জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর ইসলাম সজলের উদ্যোগে  রমজান মাসের মানবতার বাজার বসানো হয়।

    উক্ত বাজারে মিষ্টি কুমড়া, লাউ,আলু,করলা,কাঁচা মরিচ, পুঁইশাক, ডাটা শাক এই সমস্তহ ২০০০ কেজি সবজি বিতরন করা হয় গরিব দুখী অসহায় মানুষের মাঝে। 

    সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় নিরিহ কর্মহীন মানুষের সেবার লক্ষ্যে ফ্রি সবজী বাজার চালু করা হয়। বাজার থেকে অসহায় মানুষেরা যার যা প্রয়োজন তা পছন্দমত শাক-সবজি ফ্রিতে নিয়ে যাচ্ছে।

     জেলা ছাত্রলীগের  ছাত্রনেতা সজল বলেন: দেশে করোনার আর্বিভাবে কর্মহীন হয়ে পরেছে প্রায় সকল পেশার কর্মজিবী মানুষ, অসহায় নিরিহ মানুষেরা যেন না খেয়ে থাকে তাই কর্মহীনদেরকে সেবার উদ্দেশ্য আমরা এই মানবতার বাজার চালু করেছি।  রমজান মাসে প্রতি সপ্তাহে ১ দিন করে আমরা এই বাজার এর কার্যক্রম পরিচালনা করব। 

    সজলের এমন মহৎ উদ্যোগকে স্বাগতম  জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্থানীয় সকল আওয়ামীলীগ যুবলীগ  নেতারা।

    মির্জা মহিদুল মিল্টন

    প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০