• সর্বশেষ আপডেট

    সৌদি আরবে বিনা ফিতে তিন মাসের জন্য প্রবাসীদের ইকামা | দিগন্ত নিউজ বিডি


    সৌদি আরবে বিনা ফিতে তিন মাসের জন্য প্রবাসীদের ইকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন শুরু করেছে দেশটি। ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক এ সুযোগ দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

    যেসব প্রবাসীদের ইকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ইকামা স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য নবায়ন শুরু হয়েছে। বেসরকরি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীরা এ সুযোগ সুবিধা পাবে।


    করোনাভাইরাসে (কোভিড-১৯) সৌদি আরবে এখন পর্যন্ত ২ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ২৫ জনের। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর ৫৯ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন এ ভাইরাসে।


    প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০