Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২০০শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


  রাশেদুল ইসলাম, বেনাপোল :: করোনা ভাইরাস সংক্রমনের দুঃসময়ে দুস্থ অসহায় ও খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে শার্শা উপজেলার গণমানুষের নেতা বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশে শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২০০শত কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

  শুক্রবার রাতে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামসহ বিভিন্ন এলাকায় ২০০শত  দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী যেমন: চাউল, ডাউল,  আলু, তেল,সাবান, পেঁয়াজ, ঝাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 


  এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, কাউন্সিলর তুহিনের সহধর্মিনী সালমা আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য আরিফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, যুবলীগ নেতা এরশাদ, ছাত্রলীগ নেতা ইমরান খান রাজ, রাজু, ফাহাদ, জিসান,মিরাজ,শাহিন, সাজিন ও প্রমুখ।শাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল বলেন,মহামারী করোনা ভাইরাসের  দুর্যোগকালীনে  দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে বার বার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন এর নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগ  নিজেদের অর্থে ২০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করি। 

  তিনি আরো বলেন, এই সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন। 


  প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

  Post Top Ad