• সর্বশেষ আপডেট

    দুর্গাপুরে প্রথম করোনা রোগী সনাক্ত



    মিল্টন ,রাজশাহী প্রতিনিধিঃ আজ রাজশাহী ল্যাবে ৮৫ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১জন পজিটিভ শনাক্ত করা হয় । তার বাসা রাজশাহীর  দুর্গাপুরে। আক্রান্ত ব্যক্তির বয়স (৪০) বছর। তিনি দুর্গাপুরের ঝালুকা ইউনিয়নের ভাঙ্গিরপাড়া গ্রামের বাসিন্দা।

    সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক।

    স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সম্প্রতি রায়নগঞ্জ থেকে ফেরেন। এছাড়া এই গ্রামে আরও কয়েকজন ব্যক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে ফিরেছেন। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত করা হয়।

    এরই মধ্যে একজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

    এদিকে আজকে আরও একজনের করোনা শনাক্ত হওয়ার পরে রাজশাহীতে এ নিয়ে সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এর মধ্যে মারা গেছেন বাঘার একজন। তবে এই প্রথম দুর্গাপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০