• সর্বশেষ আপডেট

    মান্দায় করোনা বিস্তৃতি রোধে চৌবাড়ীয়া বাজারে পুলিশের চেকপোষ্ট | Digonto News BD


    মোঃ মাসুম রেজা(পলাশ),নওগাঁ:: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস এখন বিশ্বমহামারি বাংলাদেশ সহ আক্রান্ত  বিশ্বের ২২৪ টি দেশ। রাজধানী ঢাকা সহ পাশ্ববর্তী ২১ জেলায় বিস্তার করেছে করোনা ভাইরাস। 

    তবে নওগাঁ জেলায় এখন পর্যন্ত কেহ আক্রান্ত নেই। সচেতনার লক্ষে স্থানীয় প্রসাশন ও সশন্ত্র বাহিনীর পাশাপাশি সরকারী নির্দেশনার সঙ্গে  সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্ররিত সুনিদিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে নওগাঁ জেলা মান্দা থানায় পুলিশের টহল রয়েছে জোরদার। 


    পূর্বের তুলনায় কঠোর অবস্থানে রয়েছে তারা। চৌবাড়ীয়া বাজার সহ  বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোষ্ট। জনসমাগম রোধে অপ্রয়োজনীয় দোকান পাট খোলা আছে কি না তা সারাক্ষন মনিটরিং করছে তারা। মান্দা থানা পুলিশের নানাবিধ উদ্যোগ সাধারণ নাগরিকদের আশান্বিত করেছে। সেই সঙ্গে বাড়িয়েছে তাদের মনোবল। 

    চেকপোষ্ট চলাকালীন সময় মান্দা থানা এসএই নজরুল ইসলাম ও এএসআই মোঃ ইউসুফ বলেন, আমরা শুরু থেকেই আক্রমন রোধে কাজ করে যাচ্ছি। পূর্বের তুলনায় এখন মান্দা বাসী অনেকটাই সচেতন।


    প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০