• সর্বশেষ আপডেট

    কোটালীপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে তরমুজ বাঙ্গি বিক্রি


                                 
    প্রমথ রঞ্জন সরকার,গোপালগঞ্জ::  মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণের মাঝে আক্রান্তের হাত থেকে রক্ষা করতে  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে  কালিগঞ্জ বাজারে অনলাইন ভিত্তিক তরমুজ- বাঙ্গি বিক্রির উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।গত রবিবার থেকে এ উদ্যোগ নেয়া হয়।

    গতকাল সোমবার প্রায় চল্লিশ লক্ষ টাকার তরমুজ বাঙ্গি ক্রয় বিক্রয় হয়েছে বলে জানান অনলাইনে কর্মরত কোটালীপাড়া এস এল কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।

    তাঁরা আরও বলেন আজ মঙ্গলবার তৃতীয় দিনে ও সকাল থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকার তরমুজ বাঙ্গি বিক্রি হয়েছে , এভাবে চলতে থাকলে সন্ধ্যা পর্যন্ত ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার তরমুজ বাঙ্গি বিক্রি হবে। 


    তরমুজ বাঙ্গি চাষি ফুল চাঁদ অধিকারী বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা আমাদের তরমুজ বাঙ্গি বিক্রি করতে পারছি। 
    স্যার আমাদের অনলাইনে তরমুজ বিক্রি করার সু্যোগ দিয়েছেন বলেই আজ আমরা টাকার মুখ দেখতে পারব। 

    অনলাইনের মাধ্যমে তরমুজ বাঙ্গি বিক্রির সুযোগ করে দেওয়ার জন্য তরমুজ বাঙ্গি চাষিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। 


    প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০