Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালীকে লকডাউন ঘোষণা করলেন-জেলা প্রশাসন | Digonto News BD


  ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী: নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় শনিবার (১১এপ্রিল) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বজায় থাকবে।

  শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্রেট তন্ময় দাস।


  জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা থেকে কেউ নোয়াখালী জেলায় প্রবেশ এবং নোয়াখালী জেলা থেকে কেউ অন্য কোন জেলায় গমন করতে পারবে না। 

  জেলায় অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা যেমন, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবায় নিয়োজিত বহনকারী যানবাহন, কর্মী, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের পরিসেবা সমূহ চালু থাকবে।


  প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

  Post Top Ad