একজন নাগরিকের গুরুত্বের অনন্য দৃষ্টান্ত এরদোগান সরকারের
সুইডেনে এক তুরস্কের নাগরিকের করোনা সনাক্ত হবার পর তার অবস্থা অবনতির দিকে যেতে থাকে। এমতাবস্থায় তাকে হসপিটালে না রেখে বাসায় পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই রোগীর মেয়ে তুরস্কের প্রেসিডেন্টকে মেনশন করে সাহায্য চেয়ে টুইটারে এক পোস্ট করেন।
পোস্ট করার কিছুক্ষন পরেই তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী রিপ্লাইয়ে জানিয়ে দেন “প্রিয় লেয়লা, তোমার আওয়াজ আমরা শুনেছি, আমরা এয়ার এ্যাম্বুলেন্স নিয়ে সুইডেনে আসছি। তোমার বাবার জন্য আমাদের হসপিটাল এবং আমাদের ডাক্তাররা প্রস্তুত”।
মাত্র ৭-৮ ঘন্টার ব্যাবধানে, ওই রোগীসহ পুরো পরিবারকে নিয়ে তুরস্কের এয়ার এ্যাম্বুলেন্স ইতিমধ্যে দেশটির রাজধানী আংকারায়।এমনটাই জানিয়েছেন ডেইলি সাবাহ।
একজন নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ কতটুকু তা দেখিয়ে দিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০