• সর্বশেষ আপডেট

    কোটালীপাড়া দুই শতাধিক পরিবারের পাশে দাড়ালেন মা তারা মেডিকেয়ার


                              
    প্রমথ রঞ্জন সরকার,গোপালগঞ্জ::  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করেছেন মা তারা মেডিকেয়ার সেন্টারের স্বত্বাধিকারী সরোজ বিশ্বাস । 

    প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে চাল ১০ কেজি, ডাল ১ কেজি,আলু ৩ কেজি তেল ১ লিটার লবন ১ কেজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করা হয়। 


    আজ শুক্রবার সকালে উপজেলার মূলবাড়ী গ্রামে তার নিজ বাসভবনে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ভাংঙ্গারহাট বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সরোজ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন রাধাগঞ্চ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য , রাধাগঞ্চ ইউনিয়ন যুগলীগের সহ-সভাপতি পলাশ বিশ্বাস ।

    ব্যবসায়ী সরোজ বিশ্বাস বলেন, এর আগেও আমি প্রানঘাতী করোনা ভাইরাস সচেতনতায় বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে চার হাজার সাবান, মাক্স ও লিফলেট বিতরন করেছি এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি অহসায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবো  ।


    প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০