• সর্বশেষ আপডেট

    গোপালগঞ্জে নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত; মোট আক্রান্তের সংখ্যা ৩২


    প্রমথ রঞ্জন সরকার গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানার আরো ১ পুলিশ ও টুঙ্গিপাড়ায় একজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

    এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

    গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ২১ এপ্রিল মঙ্গলবার তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের ও ১ জন সাধারন নাগরিকের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে  একজন এএসআইর শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।


    উল্লেখ্য, মুকসুদপুর থানার করোনাভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১৭ সদস্যকে আক্রান্ত করেছে।


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০