• সর্বশেষ আপডেট

    দোকান বন্ধ রাখতে বলায় ভিডিপি সদস্য সেলিম রেজাকে পেটান ইউপি মেম্বার | Digonto News BD


    মির্জা মহিদুল মিল্টন, দূর্গাপর (রাজশাহী):  রাজশাহীর দূর্গাপুরে দায়িত্বরত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যকে পিটিয়ে গ্রেফতার হয়েছেন ইউপি সদস্য মেহের আলী (৪৫)।

    শুক্রবার দুপুরে দূর্গাপুর থানা পুলিশ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।

    পরে বিকেলে মারধরের শিকার আনসার সদস্য সেলিম রেজার মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত মেহের আলী উপজেলার কিশমতগনকৈড় ইউনিয়ন পরিষদের সদস্য।

    এর আগে সরকারি আদেশে দোকান বন্ধ রাখতে বলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভিডিপি সদস্য সেলিম রেজাকে পেটান ইউপি সদস্য মেহের আলী ও তার লোকজন।

    ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

    এ ঘটনায় শুক্রবার সকালে ইউপি সদস্য মেহের আলীসহ এজাহার নামীয় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন দিকে সেলিম রেজা।

    দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কণা জানান, অভিযোগ পেয়ে প্রধান আসামি ইউপি সদস্য মেহের আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে।

    তিনি আরো জানান, শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেলিম রেজাকে দেখতে যাওয়া হয় এবং তার চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়।


    প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০