• সর্বশেষ আপডেট

    আনোয়ারায় ৫টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের জরিমানা।দিগন্ত নিউজ


    এস,এম,সালাহ্উদ্দীন আনোয়ারাঃ আনোয়ারা উপজেলায় করোনা প্রতিরোধে উপজেলা প্রসাশনের নির্দেশ অমান্য করায় ১০ দোকানের মালিককে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) তানবীর চৌধূরী। ২২শে এপ্রিল(বুধবার) বিকাল ৫টার পর সহকারী কমিশনার নিয়মিত অভিযানে বের হলে চাতরী চৌমহুনী বাজার,সেন্টার, সিইউএফএল বাজার,গুয়াপঞ্চক গ্রামের সওদাগররা দোকান খোলা রেখেছে আবার অনেকে শাটার নামিয়ে ভিতর থেকে ব্যবসা করতে দেখা যায়। তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০জনকে ১৫হাজার টাকা জরিমানা প্রদান করেন। এবং করোনা প্রতিরোধে সর্তক থেকে নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়। এব্যাপারে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবীর চৌধূরী বলেন, করোনা প্রতিরোধে উপজেলা প্রসাশন সবসময় জনগনকে সর্তক করে যাচ্ছে তারপরেও কিছুু লোক অতি লোভের কারণে নির্দেশ অমান্য করে দোকানপাঠ খোলা রেখে ব্যবসা করায় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যামে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০