• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে হচ্ছে আইসিইউ বেড সহ করোনার পূর্ণাঙ্গ হাসপাতাল | Digonto News BD


    এম এ মেহেদি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে করোনা রোগীদের জন্য উন্নতমানের হাসপাতাল হচ্ছে চট্টগ্রামে। 

    প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের অর্থায়নে খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা রোগীদের জন্য নতুনভাবে তৈরি করা হচ্ছে।

    শনিবার (১১ এপ্রিল) দুপুরে মেয়র নাছিরের নেতৃত্বে বিএমএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি, ডাঃ ফয়সল ইকবাল, পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিমসহ অন্যান্যরা নগরের খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালটি পরিদর্শন করেন।

    ২০টি আইসিইউ বেড এবং জেনারেল ৮০ বেডসহ মোট ১০০ বেডের উন্নত হাসপাতাল হবে এটি। 

    বেসরকারি হাসপাতালটি  দীর্ঘদিন পরিত্যক্ত ছিল তাই সেটি পরিস্কার ও জীবাণুমুক্ত করার কাজ করবে চসিক। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষ দ্রুত গ্যাস ও বিদ্যুতের সংযোগ প্রদান করবেন। চট্টগ্রামের মানুষের জন্য এটি একটি খুশির খবর, বলে জানান চট্টগ্রামের সুশীল সমাজ ও বিভিন্ন মানবাধিকার কর্মীরা ।


    প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০