• সর্বশেষ আপডেট

    সামাজিক দূরত্ব নিশ্চিতে অলি-গলিতে আকবরশাহ থানার অভিযান।


    এম এ মেহেদি: চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের অলি-গলিতে অভিযান পরিচালনা  করেছে পুলিশ।

    মানুষকে সচেতন করার পাশাপাশি যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    আজ (৯ এপ্রিল) সকাল  থেকে আকবরশাহ থানার বিভিন্ন এলাকার  বাজার ও গলিগুলোতে এ অভিযান পরিচালনা করে আকবরশাহ থানা পুলিশ। এসব এলাকায় আড্ডারতরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে পালিয়ে যায়।

    আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, রাস্তায়, বাজারে, গলিতে মানুষ  আড্ডা দিচ্ছেন। সরকারের দেওয়া নির্দেশনা মানছেন না। সন্ধ্যার পর থেকে অলি-গলিতে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করছে।

    তিনি আরো বলেন, পুলিশ গেলে মানুষজন সরে যায়। পুলিশ চলে আসলে আবার এসে আড্ডা দেয় বিনা কারনে রাস্তায় ঘোরাফেরা করে। আমরা মাইকিং করে বুঝানোর চেষ্টা করছি। 

    যারা আড্ডা দিচ্ছে তাদের সতর্ক করে সরিয়ে দিচ্ছি। তারপরেও যদি না শোনে যেহেতু, সম্মানিত নাগরিকদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, যারা বিনা কারনে রাস্তায়, গলিতে ঘোরাফেরা বা আড্ডা দিবে আমরা তাদের বিরোদ্ধে অ্যাকশনে যাচ্ছি।

    প্রকাশিত: বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২০