Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  করোনায় মৃত্যু ১০৮ বাংলাদেশির


  করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রেই একদিনে রেকর্ড ২ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৫২ জন। শুক্রবারও মারা গেছেন আরও ৩ জন বাংলাদেশি। এ নিয়ে ১০৮ বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

  যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। চব্বিশ ঘণ্টায় বেশ কয়েকজন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ইতালিকেও ছাড়িয়ে যাচ্ছে।

  যুক্তরাষ্ট্রে শাট ডাউনের মধ্যেও জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হচ্ছে অনেককে। গ্রোসারি দোকানগুলোতে এখন মানুষের ভিড়।

  এমন পরিস্থিতি হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশ চালু করার ব্যাপারে তিনি বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে সেই সিদ্ধান্ত কী, তা তিনি প্রকাশ করেননি।


  প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

  Post Top Ad