• সর্বশেষ আপডেট

    দূর্যোগে প্রত্যাশা-১১ ব্যাচের বগুড়ায় ১০০ পরিবারকে ত্রাণ বিতরণ


    মনিরুজ্জামান, বগুড়া প্রিতিনিধিঃ করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রত্যাশা-১১ ব্যাচের স্বেচ্ছাসেবী ও যুব সমাজের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রত্যাশা-১১ ব্যাচের স্বেচ্ছাসেবীরা বৃহস্পতিবার দুপুরে বগুড়ার বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করেন। প্রত্যাশা-১১ সংগঠনের পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন মশিউর রহমান মহান, মো: তারেক বিন হক, সজীব আহসান, শিহাব উদ্দিন ও অন্যান্য সদস্যরা।


    প্রত্যাশা-১১ ব্যাচের পক্ষ থেকে মশিউর রহমান মহান বলেন, বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০১১ সালের এসএসসি পাস করা সব বন্ধুরা মিলে অর্থ সংগ্রহ করে ত্রাণের ব্যবস্থা করা হয়। আমরা প্রথমে ১০০ পরিবারকে সহযোগিতা করলাম। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। 



    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০