Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  মুসলিম ডেলিভারিম্যান থেকে পণ্য না নেয়ায় হিন্দু গ্রাহক আটক | দিগন্ত নিউজ


  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে দেশটির মহারাষ্ট্রের কাশিমিরায় এক মুসলিম ডেলিভারিম্যান থেকে পণ্য না নেয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম গাজানান চতুর্ভেদি।

  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লকডাউনের মধ্যে মঙ্গলবার সকালে এক মুসলিম ডেলিভারিম্যান পণ্য নিয়ে চতুর্ভেদির বাড়িতে যান। তবে ওই ডেলিভারিম্যানের পরিচয় জানায় পরেই তার কাছ থেকে পণ্য নিতে অস্বীকৃতি জানায় গাজানান চতুর্ভেদি। পরে ওই ডেলিভারিম্যান থানায় গিয়ে গাজানানের বিরুদ্ধে অভিযোগ জানালে তাকে আটক করা হয়।


  প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad