• সর্বশেষ আপডেট

    আনোয়ারায় দোকান খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা | Digonto News BD


    এস,এম,সালাহ্উদ্দীন,আনোয়ারা::  করোনা প্রতিরোধে আনোয়ারা উপজেলায় বিকাল ৫ টার পর ফার্মেসী ও জরুরী সেবা ব্যতীত অন্যান্য সকল দোকান বন্ধ রাখার আদেশ দেওয়া হলেও অনেক জায়গায় আদেশ অমান্য করে দোকান খোলা রাখতে দেখা যায়। 

    আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অদ্য ০৯/০৪/২০২০ তারিখ র‍্যাবের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি), আনোয়ারা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 


    এসময় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড়, চাতুরী চৌমুহনী, বৈরাগ, কাফকো সেন্টার, পারকি বাজার, ও সিউএফএল বাজার ইত্যাদি বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত ১০ জনকে ৩১,০০০ টাকা জরিমানা করেন। বিভিন্ন দোকানদারকে সন্ধ্যার পরও শাটার নামিয়ে ভিতরে গ্রাহক জমায়েত করতে কিংবা দোকানের সামনে পর্দা নামিয়ে ভিতরে পণ্য বিক্রি করতে দেখা যায়। এছাড়াও, ভ্রাম্যমান আদালত কর্তৃক সকালে একটি চায়ের দোকান ও ৩টি যানবাহনকে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়।


    প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০