• সর্বশেষ আপডেট

    ভারত ফেরত বাংলাদেশী ৫ জন পাসপোর্টযাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে


    রাশেদুল ইসলাম, বেনাপোলে  প্রতিনিধিঃ- ভারত থেকে আসা ৫ জন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় তারা ভারত থেকে দেশে আসে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে। এদের শরীরের তাপমাত্রা বেশী হওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইশোলেশনে রাখা হয়েছে। ফেরত আসা যাত্রীরা হলেনঃ যশোরের স্বপ্না রানী পাল ( পাসপোর্ট নং বি ডাব্লিউ-০৬৬২২৩৫),মাগুরার বনমালী সিকদার (পাসপোর্ট নং ই ই ০৩৮১০০৫) , গোপালগঞ্জের সৌরভ মন্ডল (পাসপোর্ট নং বি ডাব্লিউ- ইবি ০৪১৭৬৫১), খুলনার দিদারুল ইসলাম (পাসপোর্ট নং বি ডাব্লিউ বিএন ০০ ৫৪২৪০)ও গোপালগঞ্জের বর্না বিশ্বাস (পাসপোর্ট নং বি ডাব্লিউ বি ডাব্লিউ-০৫৫৫১৫৫৭)। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ জাহিদুল ইসলাম বলেন,  বেনাপোল ইমিগ্রেশন দিয়ে শনিবার ৩৫ জন বাংলাদেশী যাত্রী বেলা ১ টা পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করে। ৩৫ জনের  মধ্যে ৫ জনের  শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী পাওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে।

    বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ভারত থেকে আগত বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন। আজ ৫ জনের তাপমাত্রা বেশী হওয়ায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইউসুপ আলী জানান, ভারত থেকে আসা ৫ জন পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন  কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে 


    প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০