• সর্বশেষ আপডেট

    দেশের ৩ হাজার কয়েদিকে মুক্তির প্রস্তাব | Digonto News BD


    করোনা পরিস্থিতি মোকাবিলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর। 

    বুধবার (১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এ মহামারীর কারণে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।


    বিশ্বব্যাপী মহামারী ছড়ানো করোনা ভাইরাসে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৪ জনের শরীরে।

    বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

    বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।


    প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০