• সর্বশেষ আপডেট

    জ্বরে শিশুর মৃত্যু, ৬টি পরিবার হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ | Digonto News BD


    মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের সরদারপাড়া গ্রামে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন বছর বয়সী শিশু আবির সরদারের মৃত্যু হয়েছে। 

    এদিকে এ মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা  প্রশাসন।   


    কাঁঠালিয়া উপজেলার আমুয়া সরদারপাড়া এলাকায় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। আবির ওই এলাকার শহীদ সরদারের ছেলে। উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্সের আর এমও ডা. কামরুজ্জামান সোহাগ জানান, শিশুটি গত ২/৩ দিন ধরে জ্বরে ভুগতেছিলো। 

    মঙ্গলবার ফ্রিজের  তরমুজ খাওয়ানোর পর  দেখা দেয়  ডায়রিয়া।  গুরুতর অসুস্থ হয়েশিশুটি বাড়িতে বসেই মারা যায়। খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা গিয়ে ওই বাড়িতে বসবাসকারী ৬ টিপরিবারের ৩০ জনকে ১৪ দিনের হোম 
    কোয়ারন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বলেন,জ্বরে শিশুটির মৃত্যু হয়েছে, তারপরেও আমরা ওই বাড়ির লোকজনকে বাইরে বেরহতে নিষেধ করেছি। তারা অন্তত ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকবে।


    প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০