• সর্বশেষ আপডেট

    প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুট অত:পর আটক ৩


    এম এ মেহেদি চট্টগ্রাম : ফেসবুক সূত্রে  পরিচয় অত:পর প্রেম এর পর দেখা করার পালা জনৈক রিপনের  সাথে দেখা করার  কথা বলে আকবরশাহ্ থানা এলাকায় এনে  ফাঁদে ফেলে এই চক্র, প্রতারক চক্রের ৩ সদস্যর মধ্য প্রিমা চাকমাকে দেখিয়ে বলে তুমি প্রিমার গায়ে হাত দিয়েছ তাকে  শ্লীলতাহানী করেছ, বিষয়টা যদি পুলিশ ও তোমার পরিবারকে জানায় তখন তোমার কি অবস্থা হইবে ইত্যাদি এসব বলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে  অভিযোগ কারি রিপনের এর ব্যবহৃত ০১টি Dell Laptop, যার মূল্য প্রায় একলক্ষ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও তার  পকেট মানিব্যাগে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং তার কাছ থেকে আরো এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।

    এর পরও ক্ষান্ত হয়নি এই চক্র রিপনকে  জোরপূর্বক পাহাড়ের একটি নির্জন স্থানে নিয়ে কৌশলে আটকে রাখে এবং মাঝে মধ্যে তারা চাঁদার দাবীতে তাকে বিভিন্নভাবে পেশার দেয়।

    পরবর্তীতে গত ৪ তারিখ বিকেল  অপরাধীরা  তার  বিকাশ থেকে ঊপঞ্চাশ হাজার টাকা  আদায় করে তাকে  চেড়ে দেয়।

    এর পর রিপন আকবরশাহ থানায় ঘটনার বিবরণ দিয়ে একটি মামলা করলে,  বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করেন আকবরশাহ থানা পুলিশ।

    আটকৃতরা হলেন  প্রিমা চাকমা(২৮), পিা-মৃত পুনানন্দ চাকমা, মাতা-দীপু রানী চাকমা, সাং-বনরূপা, দেওয়ানপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা, বর্তমানে-সেভেন মার্কেট, পি ব্লক, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম,  মোঃ ইকরাম হোসেন প্রঃ মাম প্রঃ রিপন(২২), পিতা-মৃত সৈয়দ গোলাম হায়দার, মাতা-পারভীন বেগম, সাং-কবরস্থান লেইন, রাজা কাশেম এর বাড়ী, ফিরোজশাহ্ কলোনী, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম,  মোঃ আজাদ প্রঃ জেসি(৩২), পিতা-মোঃ ছাদু, মাতা-মরিয়ম বিবি, সাং-উন্দানিয়া (ছাদু মিয়ার বাড়ী), ০২নং কেশার পাড়া ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-সি ব্লক, ইসলামিয়া মেডিকেল গলি, হাজী শাহ্জাহানের ভাড়াঘর, এসময় তাদের কাছ থেকে  একটি Laptop, এটিএম কার্ড ও মোবাইল উদ্ধার করা হয়।

    আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান চৌধুরী দিগন্ত বিডি নিউজ কে বলেন, এরা সংঘবদ্ধ অপহরণকারী চক্র, এরা বিভিন্ন সময় ফেইজবুকে প্রেমের ফাদে ফেলে, মানুষকে  সর্বশান্ত করে ছেড়ে দেয়, আমরা অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্য তাদের গ্রেফতার করতে সক্ষম হয়, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


    প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০