• সর্বশেষ আপডেট

    ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে করোনা থেকে সুরক্ষায় বিশেষ দোয়া ও আলোচনা সভা


    স্টাফ রিপোর্টার এনামুল হক, ত্রিশাল প্রতিনিধি শরিফ ঃ-করোন ভাইরাস এর প্রভাবে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ, মারা গেছে প্রায় ৫ হাজারের বেশি মানুষ। প্রানঘাতি ভাইরাসের বিস্তার ঠেকাতে কি করতে হবে তার খোজ পায়নি বিশ্ব। এমনকি সংক্রমিত হলে কী চিকিৎসা নেয়া হবে সে উপায় পাওয়া যায়নি। সব মিলে এক গন্তব্যহীন দশায় রয়েছে গোটা বিশ্বের মানুষ। বাংলাদেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছিল এর মধ্যে অবশ্য ৩ জন ভাল হয়েছে। নতুন করে আরও দুজন সনাক্ত হয়েছে।

    এই ভাইরাস থেকে মুক্তির জন্য আজ রবিবার (১৫ মার্চ) ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের পক্ষে থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো: এনামুল হক ও সাধারন সম্পাদক এ এস এম জামাল উদ্দিন শামীম দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম। অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমান, আব্দুল মতিন, মো: মাহমুদুল হাসান শরীফ, ইলিয়াস আহাম্মেদ, লুৎফুন নাহার লিজা, ফখরুল হাসান, দেলোয়ার হোসেন, মমিনুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান। উপস্থিত আলোচকগণ বলেন করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। ইসলামি অনুশাসনই পারে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে।


    প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০