• সর্বশেষ আপডেট

    তিতাসে বিভিন্ন বাজারে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা


    কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন বাজারগুলোতে নজরদারি জোরদার করেছেন উপজেলা প্রশাসন।দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন অজুহাতে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বারিয়ে দেন। দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে আজ ২০/০৩/২০২০ইং শুক্রবার তিতাসের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিতাস উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।  এ সময় উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম।

    উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার ক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, হতাশ হওয়ার কিছু নেই দেশে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল,আটা, তৈল, পেঁয়াজ, আদা,রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ আছে। তাই আতংকিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ করার কোন দরকার নেই।

    আর ব্যবসায়ীদের সাবধান করে বলেন, কোন কারন দেখিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ না করেন। অন্যথায় তাদেরকে মোবাইল কোর্টসহ আইনের আওতায় নেওয়া হবে।

    তিতাসের বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কুমিল্লা উঃ জেলা প্রতিনিধিঃরাজীব ইমাম

    প্রকাশিত:শুক্রবার, ২০ মার্চ, ২০২০