• সর্বশেষ আপডেট

    চীনে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে


    চীনে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে। দেশটিতে মঙ্গলবার প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। যা এর আগের দিনের চেয়ে প্রায় পাঁচজন বেশি।বুধবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

    সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে চীনের বাইরে থেকে আসা ১০ জন রয়েছেন। চীনের রাজধানী বেইজিংয়ে ছয়জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে করোনা ভাইরাসে উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা কমেছে। মঙ্গলবার উহানে নতুন করে মাত্র ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে পুরো চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার৭শ৭৮ জন।

    গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০০ টি'র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে চার হাজার দুইশজন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক লাখ ১৪ হাজার মানুষ। রয়টার্স।


    প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০