• সর্বশেষ আপডেট

    সীমান্তে শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যার শিকার হচ্ছে না- শ্রিংলা | Digonto News BD



    ভারত-বাংলাদেশ সীমান্তে শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যার শিকার হচ্ছে না, ভারতীয় নাগরিককেও হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। 

    সোমবার (২ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। শ্রিংলা বলেন, সীমান্তে অপরাধ দমন দুই দেশের বাহিনীর দায়িত্ব। সীমান্তে প্রতিটি হত্যাই সমস্যার। শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যা হচ্ছেন না, সমান সংখ্যক ভারতীয়ও হত্যার শিকার হচ্ছেন।

    দুইদিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

    দিনের প্রথম কর্মসূচিতে হর্ষ বর্ধন শ্রিংলা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

    gifs website


    প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২০