• সর্বশেষ আপডেট

    ভারতের রাজধানী দিল্লিতে চলছে বিধানসভার নির্বাচন

    ছবি-ন্যাশনাল হেরাল্ড

    ভারতের রাজধানী দিল্লিতে চলছে বিধানসভার নির্বাচন । স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

    এনডিটিভি'র প্রতিবেদননে বলা হয়, দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে থাকছে প্রযুক্তির ব্যবহার। এরমধ্যে রয়েছে কিউআর কোডস, এবং মোবাইল অ্যাপ। ভোট গ্রহণকে কেন্দ্র করে দিল্লিতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

    দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নির্বাচনের মূল লড়াই শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে সামনে রেখে, ওই এলাকার পাঁচটি ভোটকেন্দ্রকে “গুরুত্বপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন দিল্লির নির্বাচনী কর্মকর্তারা। ভোটারদের আস্থা অর্জনের লাগাতার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

    আগামী মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে । এর আগে সর্বশেষ ২০১৫ সালের বিধান সভার নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয়লাভ করে। অবশিষ্ট তিনটি আসনে কংগ্রেস ও বিজেপি জয়লাভ করে।

    gifs website


    প্রকাশিত: শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২০