• সর্বশেষ আপডেট

    মুজিববর্ষে জাতির পিতাকে নিয়ে সাংবাদিক কৌশিক বড়ালের কবিতা


    ঝালকাঠি প্রতিনিধি মোঃ আল-আমিন, মুজিববর্ষে জাতির জনক "বঙ্গবন্ধু শেখ মুজিবকে" নিয়ে সাংবাদিক কৌশিক বড়াল রচনা করল ”স্বাধীনতার মুজিব” নামের কবিতা, কবিতাটির লাইন গুলোতে মিশ্রিত হয়েছে বাংলার রুপকারের কথা। কবিতাটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

    ★স্বাধীনতার মুজিব★

    -কৌশিক বড়ালজাতির জনক তুমি করেছিলে বাংলাকে জয়,
    ষোল কোটি মানুষকে করেছো স্বাধীন নিশ্চয়।

    সেইতো তুমি বাংলার সন্তান,
    নামটি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

    তোমার সাথে ছিলো যে লক্ষ লক্ষ বাংঙ্গালী,
    এনে দিয়েছো তুমি বাংঙ্গালীকে স্বাধীনতার হাসি।

    সেইতো তুমি বাংলার সন্তান,
    নামটি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

    ছিলনা কোনো হিংসা তোমার মনে,
    সুখে দুঃখে গরীবের পাশে তুমিই দাড়িয়েছিলে।


    সেইতো তুমি বাংলার সন্তান,
    নামটি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

    গভীর ভালবাসা ছিলো তোমারি বুকেতে,
    ঠাঁই পায়নি সাম্প্রদায়িকতা তোমার কাছেতে।

    সেইতো তুমি বাংলার সন্তান,
    নামটি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

    তোমায় ছাড়া অপূর্ণ আজ বাংলা নামের দেশ,
    স্বপ্ন ছিলো পিতা তোমার,
    গড়বে সোনার বাংলাদেশ সেইতো তুমি বাংলার সন্তান,
    নামটি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

    প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০