Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  করোনায় আক্রান্ত হয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট


  ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নারী-বিষয়ক দিক দেখভাল করেন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

  gifs website
  এর আগে, এ ভাইরাসে আক্রান্ত হন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৫৪ জন।

  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে ১০৬ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।

  ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ২৫৪ করোনা আক্রান্তের একজন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।
  \
  প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad