• সর্বশেষ আপডেট

    ভয়ংকর রুপ ধারণ করেছে করোনা,মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

    মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে


    gifs website
    মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।

    রোববার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত পুরো চীনে ১৭ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়েছে প্রায় ৩ হাজার।

    এদিকে চীনের বাইরেও এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন।

    স্পেন যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

    প্রকাশিত: সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২০