• সর্বশেষ আপডেট

    ভারতে ভয়াবহ হতে পারে করোনা ভাইরাস- মার্কিন গোয়েন্দা সংস্থা | Digonto News BD


    ভারতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে।

    ভারতে করোনা সংক্রমিত হলে দ্রুত তা উপমহাদেশের অন্যান্য দেশগুলোকেও ঝুঁকিতে ফেলবে বলে মনে করছে সংস্থাটি।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ভারতে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কিন্তু জনসংখ্যার ঘনত্বের কারণে দেশটিতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। দেশটির করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করার ক্ষমতা ‌অত্যন্ত সীমিত বলে মনে করছে তারা।

    প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, এসব আশঙ্কার ফলে চীনের পরে করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হলো ভারত।

    চীনের বাইরেও অন্যান্য দেশে করোনা ভাইরাসের গতিবিধির ওপর বিশেষ নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কোন দেশের সরকার করোনা ভাইরাস প্রতিরোধে কতটা প্রস্তুত, সেদিকেও নজর রাখা হচ্ছে। সেই পর্যবেক্ষণ করতে গিয়ে ভারত প্রসঙ্গে এই মন্তব্য করেছে সংস্থাটি।

    ভারতের পাশাপাশি ইরানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস ঠেকাতে ইরান যে ব্যবস্থা গ্রহণ করেছে তা অকার্যকর প্রমাণিত হয়েছে।

    gifs website


    প্রকাশিত: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০