Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দিল্লিতে হ্যাটট্রিক জয়ের পথে পথে কেজরিওয়াল


  মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হয়েছে। দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। বেলা যত গড়াচ্ছে ভোটের ব্যবধানও বাড়ছে। দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।

  ভোটের পর সব বুথফেরত সমীক্ষার ফলাফলই বলছে, এবারও জয়ী হয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এ ধরনের সমীক্ষা অবশ্য কখনওই চূড়ান্ত ফলাফল জানাতে পারে না। অনেক সময়ই বাস্তব ফলাফল সমীক্ষার সঙ্গে মেলে না এমন উদাহরণও দেখা গেছে।

  সর্বশেষ জরিপ অনুযায়ী, আম আদমি পার্টি ৪৮ এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২২ আসনে এগিয়ে আছে। অন্যান্য দল এখনও একটি আসনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। যদি এবারও আপ কাঙ্ক্ষিত আসনে জয়ী হতে পারে তবে এবার হ্যাটট্রিক করবেন অরবিন্দ কেজরিওয়াল।

  একদিকে দিল্লিবাসীর জন্য উনয়ন মুলক কাজের তালিকা, অন্যদিকে বিজেপির জাতীয়তাবাদী প্রচার, এর মধ্যেই সিএএ-এনআরসি-এনপিআর আর শাহিন বাগের উত্থানসহ নানা ইস্যুর মধ্যেই এবার দিল্লিতে ভোট হয়েছে।

  gifs website


  প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad