• সর্বশেষ আপডেট

    আবারো বৃষ্টি'র আশংকা, কমবে তাপমাত্রাও



    দেশে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যেই চলতি মাসের শেষ তিন দিন অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

    আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানান, চলতি মাসের শেষ তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

    চলতি মাসে আর কোনো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শেষ দিকে বৃষ্টি হলে তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে।

    আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও। এতে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    এর আগে গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


    প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০