• সর্বশেষ আপডেট

    সন্তান জন্ম দিলেই পিতা - মাতা পেয়ে যাবে সাড়ে ছয় লাখ টাকা


    ছবি- দ্যা মস্কো টাইম


    রাশিয়ায় প্রতিনিয়ত কমছে শিশু জন্মহার। এমন পরিস্থিতিতে এটিকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

    সন্তান জন্ম দেওয়ার জন্য দেশটির নাগরিকদের আর্থিক সহযোগীতা দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন পুতিন।

    তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা রাশিয়ার নাগরিকদের ঐতিহাসিক দায়িত্ব। জনসংখ্যা প্রতিনিয়ত কমতে থাকলে তা দেশটির জন্য প্রত্যক্ষ হুমকি স্বরূপ। তাই দেশের জনসংখ্যা বৃদ্ধিতে সন্তান জন্ম দিলে পিতা-মাতাকে আর্থিক সহযোগীতা দেওয়া হবে।

    সন্তান জন্ম দিলে বাবা-মাকে আর্থিক সহযোগীতা দেওয়ার অঙ্গীকার করে পুতিন বলেন, প্রথম সন্তান জন্ম দিলে পিতা-মাতাকে এককালীন ৭ হাজার ৬০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা দেওয়া হবে। এ আর্থিক সহযোগীতা অন্তত ২০২৬ সাল পর্যন্ত দেওয়া হবে।

    এর আগে ২০০৭ সাল থেকে দেশটিতে কোন দম্পতি দ্বিতীয় সন্তান জন্ম দিলে তাদের এই পরিমাণ অর্থ দিয়ে আসছে রাশিয়ার সরকার।

    প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০