Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  হৃতিকের জন্মদিনে সুজানের স্পেশাল উইশে কি ইঙ্গিত দিচ্ছে?  বছর পাঁচেক আগে ১৪ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটেছে হৃতিক-সুজানের। কিন্তু একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে দুই ছেলেকে নিয়ে কোয়ালিটি টাইম...হৃতিক-সুজানের পোস্ট ডিভোর্স লাইফ যেন বিচ্ছেদের সংজ্ঞাটাই বদলে দিয়েছিল রাতারাতি। নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছিলেন ‘লাভ ইজ স্টিল দেয়ার’।

  শুক্রবার প্রাক্তন স্বামীর ৪৬তম জন্মদিনে সুজান খানের স্পেশাল বার্থডে উইশ কি ভেঙে যাওয়া সম্পর্ককে আবার নতুন মোড়কে দেখার ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন জাগছে অনুরাগীদের মধ্যে। কিন্তু কী এমন লিখেছেন সুজান?

  ছেলে হৃদান এবং রেহানের সঙ্গে হৃতিকের একগুচ্ছ ছবি শেয়ার করে সুজান লেখেন, “হ্যাপিয়েস্ট বার্থডে হৃ। আমার দেখা সবথেকে শ্রেষ্ঠ পুরুষ তুমি।” শুধু তাই নয়, প্রাক্তন স্বামীকে দুটি অ্যাওয়ার্ডও দিয়েছেন সুজান। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বেস্ট ড্যাডি অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট ফিলোসফার’।


  প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০

  Post Top Ad