• সর্বশেষ আপডেট

    বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে অ্যাটলেটিকো



    স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে  ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

    বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে বার্সাকে হারায় অ্যাটলেটিকো।

    এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১২ জানুয়ারি এই মাঠেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াদ মাদ্রিদ।

    গতকালের খেলায় অ্যাটলেটিকোর পক্ষে গোল তিনটি করেন কোকে, মোরাতা ও আনহেল কোররেয়া। অন্যদিকে বার্সেলোনার পক্ষে দুটি গোল করেন গ্রিজম্যান ও মেসি।

    পাঁচটি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। অবশ্য প্রথম গোলটে করে অ্যাটলেটিকো। এরপর দুটি গোল করে বার্সেলোনা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দলটির। খেলার শেষ দিকে ৮১ মিনিটে পেনাল্টিতে ও ৮৬ মিনিটে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।

    এমন হারকে লজ্জাজনক উল্লেখ করে বার্সেলোনার তারকা লিওনেল মেসি বলেন, আমরা শিশুদের মত খুব ছোট ছোট ভুল করেছিলাম। যেহেতু আমরা আরও ভালো দল ছিলাম, তাই এ হারটা লজ্জাজনক ও কষ্টের।


    প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০