ভারত বনাম শ্রিলংকা : প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে বিরাটের চোট
২২ মাস বাদে নিজের প্রথম টি-টোয়েন্টি খেলছে ভারত ও শ্রীলঙ্কা ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে২-১ ভারত জিতেছিল ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফল ছিল ০-৩৷ ভারতের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা৷
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজের কড়ে আঙুল চোট পেয়েছেন ৷ শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম T20 ম্যাচের আগের দিন অনুশীলনের সময় হাতে চোট পান কোহলি ৷ ক্যাচিং সেশনের সময়েই হাতে চোট পান তিনি ৷ ভারতীয় দলের অনুশীলনের প্রথম পর্বে এই চোট হয় ৷ ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছন ৷ তিনি ম্যাজিক স্প্রে লাগান ৷ এদিনের অনুীশলনে ছিলেন না রবীন্দ্র জাডেজা ৷ বৃহস্পতিবার তিনি দলের সঙ্গেই গুয়াহাটিতে এসেছিলেন ৷
প্রকাশিত: রবিবার, ০৫ জানুয়ারি, ২০২০