কেনিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা
পূর্ব-আফ্রিকার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আল-শাবাবের যোদ্ধারা মার্কিন ও কেনিয়ার সামরিক কর্মীদের ব্যবহৃত কেনিয়ার লামু কাউন্টিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে। আল-শাবাব এই ঘটনার দায় স্বীকার করেছেন।
কেনিয়ায় এক মার্কিন
সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। লামু প্রদেশে অবস্থিত
এ ঘাঁটি কেনিয়া ও মার্কিন সেনারা যৌথভাবে ব্যবহার করে থাকে। এ সেনাঘাটিটি ক্যাম্প সিম্বা
নামে পরিচিত। খবর রয়টার্স।
রোববার (৫ জানুয়ারি)
কেনিয়ার সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেনিয়ার লামু প্রদেশে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে
আল শাবাব জঙ্গিগোষ্ঠী। ঘাঁটিতে ঢুকে পড়া জঙ্গীদের বিরুদ্ধে লড়াই চলছে। জঙ্গীদের উপযুক্ত
জবাব দেওয়া হচ্ছে বলা জানায় সেনা সূত্র।
তবে আল শাবাব জঙ্গিগোষ্ঠী
এক বার্তায় জানায়, ঘাঁটিটির একটি অংশ
দখল করে রেখেছে তারা। তবে তাদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি মধ্যপ্রাচ্যভিত্তিক
আল কায়দার শাখা হিসেবে পরিচিত আল শাবাব।
ঘাঁটিটিতে সেনা ও
জঙ্গিদের মধ্যে তুমুল লড়াই চলছে, এ পর্যন্ত চার জঙ্গির লাশ পাওয়া গেছে।
আফ্রিকার মার্কিন সামরিক কমান্ডার, আফ্রিকম একটি সংক্ষিপ্ত বিবৃতিতে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে।