• সর্বশেষ আপডেট

    রিমান্ডে থাকা ছাত্রলীগের সাবেক সভাপতিার জবান বন্দিতে ২ টি শর্টগান ও ২ রাউন্ডকার্টুজ উদ্ধার (ভিডিও সহ)




    মোঃ আল-আমিন ঝালকাঠিঃ-  ঝালকাঠিতে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় রিমান্ডে থাকা একাধিক মামলার আসামী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের জবানবন্দিতে ২ টি শর্টগান ও ২ রাউন্ড কার্টুজ উদ্ধার করেছে পুলিশ। 

    এবিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১ টার দিকে অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করে এ কথা বলেন। 

    ওসি খলিলুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গত মঙ্গলবার দিবাগত মধ্য রাত আড়াইটার দিকে সৈয়দ মিলন ও তার ৫ সহযোগীকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি চাঁদাবাজি মামলায় আটক করা হলে বুধবার আদালত প্রেরন করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

    পরে সৈয়দ মিলনকে তিনদিনের রিমান্ডে আনা হয় আর তার সহযোগীদের জেলহাজতে প্রেরন করা হয়।   

    বুধবার দিবাগত মধ্যরাতে সৈয়দ মিলনের জবানবন্দিতে দেয়া তথ্য মতে বসত ঘরের বাথ রুমের উপরের স্টোর থেকে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

    ওসি খলিলুর রহমান আরো জানান, ইতি পুর্বে সৈয়দ মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭ টি মামলা আছে। এদিকে ২ টি শর্টগান  ও ২ রাউন্ড কার্টুজ উদ্ধারে বৃহস্পতিবার আলাদা একটি অস্ত্র মামলা (নং-১৭) দায়ের হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত থাকবে বলে জানান ওসি খলিলুর রহমান



    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০