• সর্বশেষ আপডেট

    সিভাসু’তে ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ প্রশিক্ষণ কর্মসূচি



    চট্টগ্রাম ভেটেরিনারি ও  এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’বিষয়ক সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। 

    সিভাসু’র এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।    

    সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যানেসথেসিওলজিস্ট  ড. এস. সিনথিল কুমার। প্রশিক্ষণ কর্মসূচিতে ছোট-বড় প্রাণী ও পাখির  অ্যানেসথেসিয়া- বিশেষ করে গ্যাসীয়াস অ্যানেসথেসিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


        
    সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের সার্জারি ইউনিটের শিক্ষক, স্নাতকোত্তর ছাত্রছাত্রী, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন-এর  শেষ বর্ষের শিক্ষার্থী, সিভাসু’র ঢাকাস্থ টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারির শিক্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।   

    সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও রিসোর্সপার্সনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.গৌতম বুদ্ধ দাশ।


    প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০