পবিত্র ওমরাহ পালনে সৌদিতে পূর্ণিমা
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখন সৌদি আরবে। জানা গেছে, মা ও মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালন করেছেন তিনি।বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজের ফেসবুক আইডিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
একটা সাদা পোশাক পরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা পূর্ণিমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’। গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। আগেই জানান, সবকিছু ঠিক থাকলে ৮ জানুয়ারি দেশে ফিরবেন।
প্রকাশিত: শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২০