• সদ্যপ্রাপ্ত সংবাদ

    খালেদা জিয়ার সাক্ষাৎ স্বজনরা পাচ্ছেন না




    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    রিজভী বলেন, ইতোমধ্যে ১৯ দিন পার হলেও খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। সরকারের নেক নজরে থাকার জন্য কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার আত্মীয়স্বজনদের দেখা করতে দিচ্ছেন না। এটি কর্তৃত্ববাদী শাসনের চরম বহিঃপ্রকাশ। এর আগে প্রায় ৩১ দিন পর গত ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল।

    তিনি বলেন, 'খালেদা জিয়ার সঙ্গে তার পরিবার-পরিজনদের দেখা করতে না দেওয়া কারাবিধির শুধু চরম লঙ্ঘনই নয়, এটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অবিশ্বাস্য উত্থানের চরম নজির। এই মুহূর্তে দেশনেত্রীর সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের সুযোগ দিতে জোর দাবি জানাচ্ছি।'

    খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের কোকোর স্ত্রী ও তার দুই মেয়েসহ স্বজনরা গত ২৭ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেন বলেও এ সময় উল্লেখ করেন রিজভী।

    সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক শাহিদা রফিকসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


    প্রকাশিত: শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২০