• সর্বশেষ আপডেট

    পদ্মা সেতুতে বসলো ২১তম স্প্যান, অর্ধেকের বেশী




    পদ্মা সেতুতে বসেছে ২১তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর অর্ধেকের বেশি। মঙ্গলবার বিকাল ৩টার পর এই স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়।

    ৬.১৫ মিটার দীর্ঘ এই মূল সেতুতে আর ২০টি স্প্যান বসানোর কাজ বাকি। চলতি মাসে সেতুতে আরও দুটি স্প্যান উঠার কথা রয়েছে।

    সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, প্রতি মাসে সেতুর তিনটি করে স্প্যান বসবে। এতে আগামী জুলাই মাসেই সব অর্থ্যাৎ ৪১টি স্প্যান বসানো সম্ভব হবে।

    মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় ‘তিয়ান ই’ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় বেলা ১১টার দিকে। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসেছে ২১তম স্প্যানটি।

    স্থায়ীভাবে সেতুতে ২১ স্প্যান বসেছে। তবে অস্থায়ী ভাবে আরও একটি অর্থ্যাৎ সেতুতে এখন ২২টি স্প্যান দৃশ্যমান। ‘৫এফ’নম্বরের স্প্যানটি এখন অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটিতে রাখা আছে। এটি সরিয়ে নেয়া হবে ৩০ ও ৩১ নম্বর খুঁটিতে। রেলওয়ে এবং রোডওয়ে স্লাব বসানোর সুবিধার্থে এটি সেখানে যথাস্থানে বসানো হয়নি। তবে শিগগির এটিও ৩০ ও ৩১ নম্বর খুঁটিতে বসানো হবে।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০