Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ঝালকাঠিতে ঢাবি ছাত্রী ধর্ষণেজড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
  আল আমিন ঝালকাঠিঃঢাকা   বিশ্ববিদ্যালয়ের   ছাত্রী   ধর্ষণের   প্রতিবাদ   ও   জড়িতদের  গ্রেপ্তারপূর্বক  দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে   ঝালকাঠিতে   মানববন্ধন   অনুষ্ঠিতহয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবেরসম্মুখে ঘণ্টাব্যাপী কালের কণ্ঠ শুভসংঘ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক  সভাপতি মুক্তিযোদ্ধা  চিত্তরঞ্জন  দত্ত,  সহসভাপতি  শ্যামল  সরকার,আক্কাস সিকদার, কালের কণ্ঠ জেলা  প্রতিনিধি কে এম সবুজ, শুভসংঘেরসভাপতি   রুহুল   আমীন   ও   সাধারণ সম্পাদক  তাসিন মৃধা অনিক।কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

  মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকেঅবিলম্বে গ্রেপ্তার  করে  শাস্তির  দাবি জানান। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে  নির্যাতন বিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।


  প্রকাশিত: বুধবার, ০৮ জানুয়ারি, ২০২০

  Post Top Ad