• সর্বশেষ আপডেট

    আটকেপড়া বাংলাদেশীদের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করছে ঢাকা

    ছবি - হিউম্যান রাইটস ওয়াচ


    চীনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। তাদের দেশে ফেরার ব্যবস্থা করতে চীনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা।

    আতঙ্কে দিন পার করছেন প্রবাসীরা। দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছেন অনেকে। চীনের করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উহান ছাড়াও আশপাশের প্রদেশগুলোতে।

    ভাইরাসটি মহামারি আকার ধারণ করায়, চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা ৬ হাজার চিকিৎসক উহানে দিনরাত কাজ করে যাচ্ছেন।

    এদিকে, উহান শহরে আটকা পড়া প্রায় চারশো বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক, উদ্বেগ বাড়ছে। অনেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

    এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বাংলাদেশ দূতাবাস আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফেরার বিষয়টি গুরত্বের সাথে চীন সরকারের কাছে তুলে ধরেছেন।

    শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে দূতাবাস। নিজেদের ওয়েবসাইটে দেশে ফিরে যাওয়ার একটি নিবন্ধন ফর্ম প্রকাশ করা হয়েছে।


    gifs website


    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০