• সর্বশেষ আপডেট

    সেটিয়েনর দর্শনে মুগ্ধ হয়ে তাকে বার্সার দায়িত্ব দিয়েছে কতৃপক্ষ


    ছবি-ডেইলি মেইল


    স্প্যানিশ লিগে ২১ বছর ফুটবল খেলেছেন কুইক সেটিয়েন। এরপর কোচিং ক্যারিয়ার শুরু করে আরও প্রায় দুই দশক কাটিয়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাবের ডাগআউটেই বেশি দাঁড়িয়েছেন তিনি। সর্বশেষ কাজ করেছেন রিয়াল বেটিসের হয়ে। বড় শিরোপা তার ছুঁয়ে দেখা হয়নি। কিন্তু কুইক সেটিয়েনর দর্শনে মুগ্ধ হয়ে তাকে বার্সার দায়িত্ব দিয়েছে কতৃপক্ষ।

    স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে সেতিয়েন বলেন, 'একবার বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওয়ালা আমাকে মেসির অনুশীলন দেখার জন্য ডেকেছিলেন। মাঠের পাশে দাঁড়িয়ে আমার তাই সুযোগ হয়েছিল মেসির অনুশীলন দেখার। মেসিকে তখন বলেছিলাম, আমার বয়স যতদিন ৬০ বছর না হয় তুমি খেলা চালিয়ে যেও। অথবা আমার মৃত্যু পর্যন্ত।'

    নতুন বার্সেলোনা বস কুইক সেটিয়েন একজন স্ব-স্বীকৃত জোহান ক্রইফ শিষ্য যিনি চেষ্টা করবেন ক্লাবটির পরিচয় পুনরুদ্ধার করবেন। তিনি মিডফিল্ড বন্যার জন্য এবং দল গোছানোর জন্য প্রস্তুত হওয়ায় উত্তেজিত ভক্তরা।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০