Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ২ মাসেও সনাক্ত হয়নি মৃত ব্যক্তির পরিচয়  এম এ মেহেদি চট্টগ্রাম:  প্রায় দুমাসেও মিলেনি অজ্ঞাতনামা লাশের পরিছয়, অজ্ঞাত লাশটির পরিচয় জানতে সকলের সহযোগীতা চেয়েছি আকবরশাহ থানা পুলিশ। 

  জানা যায়, গত ০২/১১/২০১৯ইং তারিখ দুপুর  আনুমানিক ৩:৩০   সময় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন  ফয়েজ'লেক এর লেকসিটি এর পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা  পুরুষ বয়স আনুমানিক (৬৫) এর লাশ পাওয়া যায়।

   অজ্ঞাতনামা মৃত ব্যক্তির  পরিচয় জানার জন্য বা কারো পরিচিত কিনা সে বিষয়ে আকবরশাহ থানা পুলিশকে তথ্য প্রদানের জন্য ইতিপূর্বে ফেসবুক সহ বিভিন্ন গনমাধ্যমে ছবি সহ তথ্য প্রচার করাও হয়েছিল।

   কিন্তু উক্ত অজ্ঞাতনামা মৃত ব্যক্তির সঠিক নাম-ঠিকানা ও পরিচয় অদ্যবধি উদঘাটন করতে পারেনি আকবরশাহ থানা পুলিশ।

  মৃতদেহের বর্ণনা দিয়ে আবারো অজ্ঞাতনামা পুরুষকে কেউ চিনলে অথবা লোকটির পরিচয় জানা থাকলে আকবরশাহ্ থানা পুলিশকে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন আকবারশাহ থানা অফিসার ইনচার্য মুস্তাফিজুর রহমান চৌধুরী।

  মৃতদেহের বর্ণনাঃ
  লিঙ্গঃ পুরুষ, বয়সঃ ৬৫, জাতিঃ মুসলিম, উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, চোখের রং-কালো, দাড়িঃ সাদা দাড়ি, দাতঃ সাদা দাত ও প্রকৃত দাত, জন্মগত দাগঃ নাই।

  যোগাযোগঃ
  তদন্তকারী অফিসারঃ এসআই(নিঃ)/মোঃ আবু মুছা, মোবাইল নং-01818-143139
  ডিউটি অফিসার, আকবরশাহ্ থানাঃ মোবাইল নং-01769-695678


  প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০

  Post Top Ad