তেলেঙ্গানার ভেটের সন্দেহভাজন ধর্ষণ, হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভ
২৭ বছরের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত চার জনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে ভারতের হায়দরাবাদ শহরের উপকণ্ঠে একটি থানায় বাইরে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী ।
শনিবার পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারী সংঘর্ষে জড়িয়ে পড়ে, চিকিৎসকের দগ্ধ দেহ পড়ে থাকার পর বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার (৩১ মাইল) ছায়ানগর এলাকায় গিয়ে দেখা যায়, ওই মহিলার মৃতদেহ।
পুলিশ জানিয়েছে, চিকিৎসার প্রমাণ মিললে শরীরের অবস্থা দেওয়া কঠিন হবে কিন্তু তারা অনুমান কাজ করছিল যে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে ।
বহু প্রতিবাদী ও রাজনীতিবিদদের দাবি অনুসারে এই চার আসামিকে বিচারিক হেফাজতে প্রেরণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার চলবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত: রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯